হৃদয় আহমেদ, কলমাকান্দা
ভাইয়ের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি আত্মসাৎ অভিযোগ তুলে মাকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলন করেছেন দুই ভাই বোন।
রোববার (২৪ আগস্ট) সকালে কলমাকান্দা প্রেসক্লাব হলরুমে এই সংবাদ সম্মেলন করেন।
লিখিত অভিযোগে বলা হয়েছে, কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের প্রয়াত আঃ খালেক ও আমিনা খাতুনের দুই ছেলে ও এক মেয়ে। তাদের মধ্যে বড় ছেলে আঃ হেলিম, মেয়ে জাহেরা খাতুন ও মা আমিনা খাতুন এই সংবাদ সম্মেলন করে।
লিখিত বক্তব্যে তারা বলেন, সরকারি নিয়ম অনুযায়ী বাবার মৃত্যুর পর রেখে যাওয়া সম্পত্তি উত্তরাধিকার সুত্রে “মা” ও ছেলে-মেয়েদের পাওয়ার কথা। কিন্তু আঃ হেলিমকে মৃত দেখিয়ে তার ভাই মো. সহিদ মিয়া সেই জমি আত্মসাৎ করে।
এবিষয়ে আঃ হেলিম কালবেলাকে বলেন, কলমাকান্দা উপজেলার সিধলী মৌজার এসএ ১৬১ ও ১৬২ খতিয়ান, বিআরএস ০১ খতিয়ান, এসএ ৩৩০ দাগ এবং বিআরএস ৫৪৩ দাগে ২৫ শতাংশ জমি আমার পিতা প্রয়াত আঃ খালেকের এসএ রেকর্ডভুক্ত বৈধ সম্পত্তি ছিল। বাবার মৃত্যুর পর সেই জমির মালিক আমার মা ও ভাই বোন। কিন্তু আমাকে মৃত দেখিয়ে জমি নিয়ে গেছে।