আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আটপাড়া উপজেলার সর্বস্তরের হিন্দু ধর্মাবলম্বীসহ উপজেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসব সবার মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও শান্তির বার্তা বয়ে আনুক। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে গড়ে উঠুক একটি শান্তিপূর্ণ সমাজ।”
রফিকুল ইসলাম রফিক আরও বলেন, দুর্গাপূজার এ আনন্দকে উপজেলাবাসীর মধ্যে মিলনমেলায় পরিণত করতে হবে।