সারাদেশ

সুখারী ইউনিয়নবাসীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সারোয়ার জাহান আঙ্গুর

By Foysal Chowdhury

September 26, 2025

 

আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোণার আটপাড়া উপজেলার ৭নং সুখারী ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ৭নং সুখারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী সারোয়ার জাহান আঙ্গুর।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব। এ উৎসব সকল ধর্ম-বর্ণের মানুষের মাঝে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে। সুখারী ইউনিয়নের প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব পালিত হোক— এ আমার প্রত্যাশা।

তিনি আরও সকলের সার্বিক মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।