দেশজুড়ে

সুখারী বিএনপির সভাপতি আব্দুল হান্নান তারা মিয়ার ছেলেকে কুপিয়ে ফেলে গেল দুর্বৃত্তরা

By Foysal Chowdhury

October 09, 2025

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান তারা মিয়ার ছেলে মামুন (৩২) কে হাত-পা বেঁধে কুপিয়ে ফেলে গেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানান, বুধবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার বাউসা বাজারের পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় মামুনকে উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। –