প্রকৃতি ও পরিবেশ

আটপাড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বিনামূলয়ে চারা গাছ বিতরণ

By Hridoypress

July 17, 2025

আটপাড়া (নেত্রকোনা)  প্রতিনিধি: 

নেত্রকোনার আটপাড়ায় কৃষি পূর্ণবাসন কর্মসূচির আওতায় মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে দেশি প্রজাতি চারা গাছ বিতরণ।

বৃহস্পতিবার(১৭ জুলাই) দুপুরে উপজেলার কেলং গ্রামে আলেফ উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসায় ৫০ জন শিক্ষার্থীদের মধ্যে এ চারা বিতরণ করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে কৃষি পূর্ণবাসন কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মধ্যে ১ টি করে নিম, জাম, বেল ও কাঁঠাল গাচের চারা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দুওজ আটপাড়া উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মেহেদী হাসান মামুন দুওজ ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা আতিকুর রহমান, আলেফ উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মিজানুর রহমানসহ মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।