স্বাস্থ্য

আকানগর ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

  MD KAYEAS AHMED ৫ ফেব্রুয়ারি ২০২২ , সময় : ১০:০০ মিনিট অনলাইন সংস্করণ

আকানগর ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত হয়।

আপনার আমার রক্তদান বাঁচাতে পারে একটি প্রাণ” স্লোগানকে সামনে রেখে আকানগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিনামুল্যে রক্তের গ্রুপ ডায়াবেটিস নির্নয় পরিক্ষার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আকানগর ব্লাড ডোনার্স ক্লাব এর উদ্যোগে আজ সকাল ৯:০০টা হতে দুপুর ৩:০০টা পর্যন্ত আকানগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কার্যক্রম অনুষ্ঠিত হয়।

গ্রুপটি স্থাপিত হয় ২০২০ সালে,

আটপাড়ায় ডায়াবেটিস ও চক্ষু বিষয়ক স্ক্রিনিং কার্যক্রম অনুষ্ঠিত

এ সময় উপস্থিত ছিলেন-

এ কে এম শহীদুল হক বাবুল(নানা) চেয়ারম্যান ১ নং তেজখালী ইউনিয়ন।

আরও উপস্থিত ছিলেন মোঃ হাছেন মিয়া (মেম্বার) ১নং তেজখালী ইউনিয়ন,

আরো উপস্থিত ছিলেন – মোঃ ইমান মোল্লা (মেম্বার) ২নং ওয়ার্ড,তেজখালী ইউনিয়ন।আরো উপস্থিত ছিলের আকানগর ইসলামিক যুব সংগঠনের সভাপতি শহিদুল্লাহ রাসেল ও যুবলীগ সভাপতি মনির হোসেন তেজখালী ইউনিয়ন, আরো উপস্থিত ছিলেন আকানগর গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা।

Netrakona Live

কর্মসূচিতে দিনভর আকানগর ব্লাড ডোনার্স ক্লাবের সকল সদস্যরা এলাকাবাসীর বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় করেছে। এলাকাবাসীর মধ্যে এ কর্মসূচিটি ইতিমধ্যে ব্যপক সাড়া ফেলেছে ।কর্মসূচির আয়োজন করেছে আকানগর ব্লাড ডোনার্স ক্লাব। গ্রুপটি অনলাইনের মাধ্যমে রোগীর রক্তের ব্যবস্থা ও রক্ত সংগ্রহ করে থাকেন। তাছাড়া রক্তদানের বিষয়ে মানুষকে উৎসাহ দিয়েও থাকে।।

,,,,মেডিকেল,,।

Google News

Facebook Comments Box

আরও খবর:

Sponsered content