জাতীয়

নেত্রকোণায় উদযাপিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

By Mahabub Alam

March 26, 2023

মোঃ খোকন বার্তা সম্পাদক

আজ ২৬ মার্চ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির আত্মপরিচয় অর্জনের দিন আজ। ১৯৭১সালের ২৬ মার্চের প্রথম প্রহরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন। তার আহবানে সাড়া দিয়ে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতির হাজার বছরের স্বাধীনতার স্বপ্ন পূরণ হয়েছিল।

দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম ও বর্ণানাতীত ত্যাগ-তিতিক্ষা এবং লাখো শহিদের তাজা প্রাণের বিনিময়ে বাঙালি জাতি ছিনিয়ে আনে স্বাধীনতার রক্তলাল সূর্য।

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পূর্ব গগণে সূর্যোদয়ের সাথে সাথে জেলা শহরের কালেক্টরেট ভবন ও সাতপাই মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন নেত্র‌কোণা জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ।

পরবর্তীতে নেত্রকোণা আধুনিক স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ ফয়েজ আহমেদ, পুলিশ সুপার, নেত্রকোণা; বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম খান, মেয়র, নেত্রকোণা পৌরসভা; বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল, জেলা পরিষদ চেয়ারম্যান; বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আমিন, প্রাক্তন কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ; জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, শিশুকিশোর ও সকল শ্রেণীর ব্যক্তিবর্গ।