কলমাকান্দায় বাঁধ রক্ষার দাবিতে তিন ইউনিয়নের মানুষের মানববন্ধন
কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের মাঝিবাড়ি খালের একটি গুরুত্বপূর্ণ বাঁধ রক্ষার দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকাল ১০টায় মাঝিবাড়ি খালের উপর নির্মিত পাকা সড়কে দাঁড়িয়ে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন নাজিরপুর, কৈলাটি (কলমাকান্দা) ও চণ্ডিগড় (দুর্গাপুর) ইউনিয়নের কয়েক হাজার মানুষ।
বাঁধ রক্ষা নিয়ে সচেতনতা সৃষ্টি ও অপচেষ্টার প্রতিবাদ জানিয়ে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হরিপুর মাঝিবাড়ি বাঁধ রক্ষা কমিটির উপদেষ্টা ডা. মোফাক্কারুল ইসলাম, সভাপতি আলাল উদ্দিন আলাল, সদস্য সচিব মাসুদ পারভেজ সালমান, স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজকর্মী হারুন মণ্ডল, হযরত আলী, আব্দুল মতিন, রফিকুল ইসলাম নিরব, আমিরুল ইসলামসহ আরও অনেকে।
বক্তারা বলেন, “প্রায় ৩০ বছর আগে ফসল রক্ষার জন্য মাঝিবাড়ি খালের ওপর এই বাঁধ নির্মাণ করা হয়। পরবর্তীতে এটি পাকা সড়কে রূপ নেয়, যা আজ তিনটি ইউনিয়নের হাজারো কৃষকের কৃষি উৎপাদনের নিরাপত্তা নিশ্চিত করে আসছে। কিন্তু সম্প্রতি কিছু ব্যক্তি এই বাঁধ অপসারণের ষড়যন্ত্র করছে, যা পুরো এলাকার জন্য চরম হুমকি হয়ে দাঁড়াবে।”
তাঁরা আরও বলেন, “এই বাঁধ সরিয়ে ফেলা হলে প্রতিবছর বর্ষা মৌসুমে তলিয়ে যাবে ফসলের জমি, নষ্ট হবে কৃষকের ঘাম ঝরানো ফসল। এটি কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। বাঁধ যে করেই হোক রক্ষা করতে হবে।”
দুই সহস্রাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তারা সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। মানববন্ধন শেষে স্থানীয়রা ‘বাঁধ রক্ষা করো’, ‘ফসল বাঁচাও’, ‘ষড়যন্ত্র বন্ধ করো’— এসব স্লোগান দেন।

















