বিশেষ সংবাদ

মানবতার টানে ছুটে চলা এক উদ্যমী তরুণ

By MD KAYEAS AHMED

October 23, 2024

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার প্রত্যন্ত গ্রাম হাড়িগাতির এক তরুণ মোঃ কায়েশ আহমেদ।

ছোটবেলা থেকেই মানুষের সেবা ও সমাজের উন্নয়নে কাজ করার অদম্য ইচ্ছা ছিল তার। বর্তমানে তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্য হিসেবে কাজ করছেন। নিজ এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত ভূমিকা রাখার পাশাপাশি মানবিক কাজের জন্যও প্রশংসিত হচ্ছেন এই তরুণ।

পারভীনের ঘর নির্মাণের জন্য অনুদান দিলেন শিক্ষার্থীরা

মোঃ কায়েশ আহমেদের সমাজসেবার পথচলা শুরু হয় শিক্ষা জীবন থেকেই। ছাত্রাবস্থায় বিভিন্ন সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে সহপাঠী ও শিক্ষকদের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেন। ২০২২ সালে তিনি স্বপ্নপুরী মানবকল্যাণ সংস্থা প্রতিষ্ঠা করেন, যা অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও সমাজসেবা মূলক কর্মকাণ্ডে নিয়োজিত। সংস্থার উদ্যোগে নিয়মিত রক্তদান, বৃক্ষরোপণ, বন্যাকবলিতদের সহায়তা, এবং কুরবানির গোশত বিতরণসহ নানা মানবিক কাজ পরিচালিত হচ্ছে।

ভিডিপি সদস্য হিসেবে মোঃ কায়েশ আহমেদ তার দায়িত্ব পালন করছেন নিষ্ঠার সাথে। গত মে মাসে কলমাকান্দায় এক হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সাহায্য করার ঘটনাটি প্রশংসা কুড়িয়েছে এলাকাবাসীর। তার দ্রুত পদক্ষেপ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য প্রদানের মাধ্যমে শিশুটিকে নিরাপদে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়।

নেত্রকোণায় স্বপ্নপুরী মানবকল্যাণ সংস্থার উদ্যোগে কুরবানীর গোশত বিতরণ

কায়েশের শিক্ষাজীবনও কম প্রশংসার নয়। ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউট থেকে ইলেকট্রো-মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা সম্পন্ন করে বর্তমানে তিনি ঢাকার নর্দান ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জনের লক্ষ্যে পড়াশোনা করছেন। তার লক্ষ্য প্রযুক্তি ও মানবিকতার সংমিশ্রণে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা।

মোঃ কায়েশ আহমেদের ফেসবুক একাউন্ট পেতে লিংকে ট্যাব করুন

ভবিষ্যতে মোঃ কায়েশ আহমেদ একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা কেন্দ্র ও অ্যাম্বুলেন্স সেবা চালুর পরিকল্পনা করেছেন, যেখানে দরিদ্র ও অসহায় মানুষরা আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেবা পাবে। এছাড়াও, তিনি নতুন উদ্ভাবন ও সমাধানের মাধ্যমে সমাজের অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চান।

তার এই মানবসেবার পথে ছুটে চলার অদম্য প্রচেষ্টা এবং সমাজসেবার অনুপ্রেরণা তরুণ প্রজন্মের জন্য এক আলোকবর্তিকা হয়ে উঠতে পারে। মোঃ কায়েশ আহমেদের মত উদ্যমী তরুণদের হাত ধরেই হয়তো একদিন আমরা পাবো একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ।