বাংলাদেশ পুলিশ

অপহৃত কিশোরী ফেনী থেকে জীবিত উদ্ধার

By Mahabub Alam

December 24, 2022

মোঃ খোকন নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলা থেকে অপহৃত কিশোরীকে ফেনী জেলা সদর থেকে জীবিত উদ্ধার করলো পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নেত্রকোণা।

নেত্রকোণা জেলার কলমাকান্দার ভিকটিম গত ১৬/১২/২০২২খ্রিঃ তারিখে নিজ বাড়ী থেকে নেত্রকোণায় আসার পথে অপহৃত হয়।অনেক খোঁজাখুজি করে কিশোরীকে না পাওয়ায় ভিকটিমের পিতা ১৭/১২/২২ তারিখে কলমাকান্দা থানায় নিখোঁজ জিডি করেন। জিডির তদন্তের দায়িত্ব আসে পিবিআই নেত্রকোণার উপর।উক্ত জিডি মূলে পিবিআই নেত্রকোণা জেলার অতিরিক্ত পুলিশ সুপার, শাহীনুর কবিরের দিকনির্দেশনা মোতাবেক এসআই বিপুল কুমার সাহার নেতৃত্বে একটা চৌকস দল তথ্য প্রযুক্তির সাহায্যে ভিকটিমের অবস্থান সনাক্ত করেন।

পরবর্তীতে ভিকটিমকে সুদূর ফেনী জেলা থেকে পিবিআই নেত্রকোণা জেলার একটি চৌকস টিম জীবিত উদ্ধার করেন।কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।

ভিকটিম মারফত জানা যায়, ফারহান নাদিম( ২০),পিতা-মফিজ উদ্দিন, সাং-কয়রা,থানা- কলমাকান্দা, জেলা- নেত্রকোণা প্রায় সময়ই তাকে উত্যক্ত করতো।এ বিষয়টি নাদিমের অভিভাবকে জানালে নাদিম আরও ক্ষিপ্ত হয়ে উঠে এবং গত ১৬/১২/২২খ্রিঃ তারিখে অজ্ঞাত কয়েকজন মিলে ভিক্টিমকে অপহরণ করে ফেনী জেলায় নিয়ে যায়।

এ বিষয়ে তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর বিপুল কুমার সাহা বলেন, ভিক্টিমের পিতা কলমাকান্দা থানায় একটি নিখোঁজ জিডি করেন। উক্ত নিখোঁজ কিশোরীকে উদ্ধারে তথ্য-প্রযুক্তি নির্ভর তদন্তের জন্য জিডিটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)নেত্রকোণায় প্রেরণ করেন।আমরা(পিবিআই)নেত্রকোণার ইউনিট প্রধান শাহীনুুর কবির এর দিকনির্দেশনায় ও উন্নত তথ্য-প্রযুক্তির সাহায্যে ফেনী জেলা সদর থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করতে সক্ষম হই এবং নেত্রকোণায় নিয়ে আসি ও তার অভিভাবকের নিকট হস্তান্তর করি।

পিবিআই নেত্রকোণা জেলার ইউনিট প্রধান অতিরিক্ত পুলিশ সুপার শাহীনূর কবির জানান,অপহৃত কিশোরীর নিখোঁজ জিডি পাওয়ার সাথেসাথেই আমরা তথ্য প্রযুক্তির সাহায্যে ভিকটিম এর অবস্থান সনাক্ত করি এবং সুদূর ফেনী জেলা সদর থেকে জীবিত উদ্ধার করি।

তিনি আরোও বলেন এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।