জাদুঘরে রুপ নিচ্ছে ৭ নং কৈলাটি ইউনিয়ন পরিষদ

অর্থনীতি

জাদুঘরে স্থান নিবে কৈলাটি ইউনিয়ন পরিষদ

By MD KAYEAS AHMED

September 18, 2021

কৈলাটি ইউনিয়ন:

জাদুঘরে স্থান নিবে কৈলাটি ইউনিয়ন পরিষদ,

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এমনটায় বলছেন জনগণ।

অনেকেই তার নিজ নিজ অবস্থান থেকে দাবি জানাচ্ছেন ।

 

নেত্রকোনা হেল্পলাইন থেকে হুবহু তুলে ধরা হলো –

তার সময় এখন জাদুঘরে যাওয়ার… বলছি নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলাধীন ৭ নং কৈলাটি ইউনিয়ন পরিষদ ভবনের কথা।

এতটাই জরাজীর্ণ অবস্থা তার যে, হয় তাকে আইসিইউতে পাঠানো উচিৎ নতুবা জাদুঘরই হওয়া উচিৎ তার শেষ ঠিকানা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।

নেত্রকোনা হেল্পলাইন থেকে নেওয়া

কৈলাটি ইউনিয়ন এর বর্তমান অবস্থা

# জাদুঘরে স্থান নিবে কৈলাটি ইউনিয়ন পরিষদ

Google News