জনপ্রিয় ব্যক্তিত্ব

মাহফুজ ইমন, বাংলাদেশের সঙ্গীত শিল্পের একজন তরুণ উদীয়মান গায়ক এবং সঙ্গীত সুরকার – Mahfuz Emon

  MD KAYEAS AHMED ৪ নভেম্বর ২০২১ , সময় : ৬:৫১ মিনিট অনলাইন সংস্করণ

Mahfuz Emon
Mahfuz Emon

মাহফুজ ইমন (Mahfuz Emon )
২৫ বছর বয়সী গায়ক, সুরকার এবং সঙ্গীতজ্ঞ।
একজন সুরকার হলেন এমন একজন ব্যক্তি যিনি সঙ্গীত রচনা করেন।

সঙ্গীত জগতে, প্রচুর জ্ঞানের প্রয়োজন এবং রচনার সুযোগের কারণে, সুরকারকে একটি সঙ্গীত বিশ্বকোষ ও বলা হয়।
মাহফুজ ইমন সুরের পাশাপাশি তার সঙ্গীতগুলোর মিউজিক তিনি নিজেই তৈরী করেন।

Netrakona Live

Mahfuz Emon

তার সুর এবং সঙ্গীতে অনেক গান ইতিমধ্যে বিভিন্ন ব্যানারে প্রকাশিত হয়।

জগৎ সংসার এবং গল্পটা শুধু তোমার আমার এই দুটি নাটকের গানে তিনি নিজেই একাধারে গেয়েছেন এবং সঙ্গীত পরিচালনা করেছেন।

বর্তমানে তিনি অসাধারন কিছু সঙ্গীত নিয়ে কাজ করছেন যা খুব দ্রুত বিভিন্ন ব্যানারে প্রকাশিত হবে।

Netrakona Live

Mahfuz Emon

 

ছোটবেলা থেকে মাহফুজ ইমন গানের উপর অনেক আগ্রহী ছিলেন,
১৪ বছর বয়সে তিনি গান শিখা শুরু করেন এবং গানের পাশাপাশি গানগুলোর মিউজিক কিভাবে তৈরি হয় তা নিয়ে বেশ আগ্রহ জাগতে থাকে তার,

পরে তার এই আগ্রহ থেকেই তিনি মিউজিক কম্পোজ শিখতে শুরু করেন।

তার এই ইচ্ছা থেকেই বর্তমানে তিনি বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রির একজন সফল সঙ্গীতজ্ঞ।

Google News

Facebook Comments Box

আরও খবর:

Sponsered content