এই প্রথম নেত্রকোণায় অসহায় প্রাণীদের নিয়ে কাজ করছে পেট রেস্কিউ টিম

এই প্রথম নেত্রকোণায় অসহায় প্রাণীদের নিয়ে কাজ করছে পেট রেস্কিউ টিম

By MD KAYEAS AHMED

August 03, 2021

নেত্রকোনার প্রতিটি মানুষের মুখেই এখন পেট রেস্কিউ টিমের নাম । এই প্রথমবার নেত্রকোনার অসহায় প্রাণীদের জন্য কাজ করছে একটি দল । খুব কম মানুষই আছেন যারা কুকুর বিড়াল পছন্দ করেন না ।

বর্তমানে বেশিরভাগ ঘরেই আমরা কুকুর বিড়াল দেখতে পাই । এরা মানুষের খুবই কাছের । মানুষ কুকুর বিড়াল পোষে তাদের সখ ভালোবাসার জন্য ।

এই ধরনের পালিত পশু কে বলা হয় pet । যা বর্তমানে বেশিরভাগ ঘরের থাকলেও আমরা নানান জায়গায় এমন প্রাণীদের খুবই অসহায় অবস্থায় দেখতে পাই। প্রতিদিনই নানান ভাবে নানান দুর্ঘটনার শিকার হচ্ছে আর প্রতিদিনই এইসব ঘটনা আমাদের চোখে পড়ে ।

কিন্তু আমাদের ব্যস্ত জীবনে তাদের জন্য আলাদা কিছু করার সময় থাকে না ,তাই তাদের জন্য এই পেট রেস্কিউ টিম , যারা তাদের পাশে দাঁড়াতে তাদের সহযোগিতা করতেই ঘটিত এবংঅসহায় অবলা পশুদের পাশে দাঁড়াতে তাদের সহযোগিতা করতে ।

নেত্রকোনার মতো ছোট্ট একটি শহরের কিছু ছাত্র ছাত্রী মিলে সিদ্ধান্ত নিল একটি টিম গঠন করার এবং আজ তারা সেই কাজে অগ্রসর , যদিও এর পরিকল্পনা অনেক আগে থেকেই ছিল।

pet rescue team টির লিডার হিসাবে কাজ করছেন খান মাহবুব আলম আবিদ তার সাথে আরো রয়েছেন বেশকিছু জন সহকর্মী, যারা সমতলে কাজ করে টিমটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ।

Pet rescue team ভবিষ্যতে নেত্রকোনার প্রতিটি উপজেলায় বিস্তার করা হবে বলে তাদের উদ্দেশ্যে কিন্তু সারা দেশে কাজ করার মনোবল নিয়েই তারা এই টিম নিয়ে কাজ শুরু করেছে , যা আমাদের নেত্রকোনা বাসীদের জন্য খুবই গর্বের বিষয় ।

নেত্রকোনা লাইভ এর পক্ষ থেকে পেট রেস্কিউ টিম এর জন্য অনেক শুভেচ্ছা ।

আরো পড়ুন:নতুন স্বেচ্ছাসেবক নিচ্ছে নির্ভয় ফাউন্ডেশন – Netrakona Live