কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি: কলমাকান্দা থানা পুলিশ জানিয়েছে, শুক্রবার (১৫ আগস্ট) গভীর রাত ১টার দিকে রংছাতি ইউনিয়নের কদমতলা গ্রামে অভিযান চালানো হয়। এই সময় এলম উদ্দিনের ছেলে নাজির হোসেনের বাড়ি থেকে ৩০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয় এবং তাকে আটক করা হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, আটক আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত চেকিং এবং গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। স্থানীয়রা বলছেন, মদ বিক্রির বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা হবে।
এ ঘটনায় কলমাকান্দা থানার পুলিশ আরও সতর্ক থাকার কথা জানিয়েছে, যাতে জেলার মানুষ অশান্তি বা অবৈধ মদ ব্যবসার কারণে কোনো ঝুঁকিতে না থাকে।