কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় মাদকবিরোধী চিরুনি অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) কলমাকান্দা থানার এসআই রাজন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার খারনৈ ইউনিয়নের বগাডুবি গ্রামে অভিযান চালায়। এ সময় মৃত সিফাত আলীর পুত্র রফিকুল ইসলাম (৪৫) কে মাদক বিক্রয়ের সময় হাতে-নাতে আটক করা হয়। তার কাছ থেকে ২০ পিস ট্যাপেন্ডাটল বড়ি ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটকের পর রফিকুল ইসলামের বিরুদ্ধে কলমাকান্দা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ ও নজরদারির ভিত্তিতে তাকে ধরতে এই চিরুনি অভিযান পরিচালিত হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, “মাদক নির্মূলে আমাদের অভিযান নিয়মিতভাবে চলছে এবং চলবে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”