জাতীয়

বাংলাদেশকে রকেটের যুগে নিয়ে গেল নাহিয়ান আল রহমান অলি

By Mahabub Alam

February 08, 2023

মোঃ খোকন নেত্রকোণা প্রতিনিধি

০৭ ফেব্রুয়ারী মঙ্গলবার ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদের তীরে ৫:০৭ ঘটিকায় রকেট ধুমকেতু এক্স’র সহায়তায় পুটিমাছ১ সফল উৎক্ষেপণ করেন নাহিয়ান আল রহমান অলি ও তার দল।

বাংলাদেশে রকেট আবিষ্কারে প্রথম সার্থক ও সফল ব্যক্তি নাহিয়ান আল রহমান অলি। দীর্ঘ চেষ্টা ও প্রচেষ্টায় তিনি প্রথম সফল বাংলাদেশী হিসেবে আবিষ্কার করেন রকেট।

গতকাল ০৭ ফেব্রুয়ারী (মঙ্গলবার) নাহিয়ান ও তার দলের একাংশ মিলে সফল উৎক্ষেপণ করেন ধুমকেতু এক্সর সহায়তায় পুটিমাছ১ রকেট।

ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদের তীরে ‘পুটিমাছ১’ উড্ডয়নের সময় উপস্থিত ছিলেন রকেট নির্মাণে নেতৃত্বদানকারী নাহিয়ান আল রহমান অলি ও রিজু,আবরার,লিয়ান সহ মোট চার জন।

রকেট নির্মাণে নেতৃত্বে থাকা নাহিয়ান বলেন ‘ধুমকেতুএক্স’ এর সহায়তায় পুটিমাছ১ এর সফল উৎক্ষেপণ করেছি। তিনি আরোও বলেন সবকিছু ঠিক থাকলে মার্চে ‘ধুমকেতু ০১’ পরীক্ষা করা হবে।