আন্তর্জাতিক

দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন নেত্রকোনার মেয়ে সেজুতি

By MD KAYEAS AHMED

January 26, 2026

সারোয়ার আলম খান: বাংলাদেশে কাঠামোগত মহিলা ফুটসাল যাত্রার শুরু ২০২৬ সালে। উন্মুক্ত বাছাইপর্বে তৈরি হলো বাংলাদেশ জাতীয় মহিলা ফুটসাল দল। কিংবদন্তি মহিলা ফুটবলার সাবিনার নেতৃত্বে এই দল এবার অংশ নিয়েছে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশীপে।

প্রথমবারের মতো আয়োজিত দক্ষিন এশিয়ার এই মর্যাদাপূর্ণ আসরে বাংলাদেশের লক্ষ্য ছিলো নিজ যোগ্যতার প্রমাণ দেওয়া। বাংলাদেশ নারী দল কেনো এই অঞ্চলের পরাশক্তি, তা প্রমাণ করেছেন ফুটসালেও। থাইল্যান্ডে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

 

বাংলাদেশ জাতীয় নারী ফুটসাল দলের গর্বিত সদস্য নেত্রকোনার সেজুতি। বিগত সময়ে দেশের টপ মহিলা লীগ খেলার অভিজ্ঞতা ছিলো তার, তবে ফুটসাল অভিজ্ঞতা এবারই প্রথম। প্রথমবার দলে সুযোগ পেয়ে প্রথম সাফ টুর্নামেন্টে দাপটের সাথে চ্যাম্পিয়ন হয়ে অত্যন্ত আনন্দিত তিনি।

 

হাওড় বাওড়ের ছোট্য জেলা নেত্রকোনায় জন্ম নিয়েছেন বহু কবি, সাহিত্যিক, গীতিকার, ক্রীড়াবিদ সহ বহু ঘরনার গুণীজন। ফুটবল প্রাঙ্গণেও নেত্রকোনার উপস্থিতি উল্লেখযোগ্য। তবে ফুটসাল বিভাগে নেত্রকোনা জেলার প্রথম খেলোয়াড় সেজুতি, যিনি জাতীয় দলে খেলার সৌভাগ্য অর্জন করেছেন এবং একইসাথে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করলেন।