দেশজুড়ে

সিধলী সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  MD KAYEAS AHMED ২৮ এপ্রিল ২০২৩ , সময় : ১২:১৬ মিনিট অনলাইন সংস্করণ

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়ন যুবলীগ নেতা রুবেল তালুকদারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (এপ্রিল) দুপুরে উপজেলার সিধলী বাজারে কৈলাটী ইউনিয়নে যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।




আরো পড়ুনঃ

নেত্রকোণায় ১০ টাকার শক্তি ও স্বপ্নপুরী মানবকল্যাণ সংস্থার ইফতার বিতরণ

নেত্রকোণা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ‘র সহ-সভাপতি রাসেল’র ৪৬ তম জন্মদিন আজ

এসময় বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সদস্য পিয়ারুল ইসলাম আকন্দ, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ময়না, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক পরিস্কার, সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন, ইউনিয়ন আওয়ামী লীগরে সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক হায়দার আলী খানসহ আরো অনেকে। বক্তারা দোষী দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান।




 

উল্লেখ্য, গেল বৃহস্পতিবার সন্ধ্যায় সিধলী বাজারে তুচ্ছ ঘঠনাকে কেন্দ্র করে হামলার শিকার হন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল তালুকদার, বিশিষ্ট ব্যবসারী মাহাবুব আকন্দ, বণিক সমিতির সভাপতি ছোট সাজল তালুকদার, উপজেলা যুবলীগের সদস্য জহিরুল ইসলাম আখন্দকে দেশিয় অস্ত্র নিয়ে অর্তকিত হামলার করেন দুর্বৃত্তরা। বর্তমানে আহতরা উচ্চতর চিকিৎসা জন্য ঢাকা মেডিকেল ভর্তি রয়েছে।




সিধলী ফাঁড়ির ইনচার্জ মো: এনামুল হক বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পর ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের আটকের চেষ্টা চলছে।

 




Facebook Comments Box

আরও খবর:

Sponsered content