শিক্ষার্থীদের মুখে হাসি আনলেন অনিক মাহবুব
নুরুল হুদা
নেত্রকোনা সদর উপজেলার দুধকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী।
শনিবার সকালে বিদ্যালয় পরিদর্শনে যান তিনি। এ সময় তিনি প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, শোনেন তাদের অভিজ্ঞতা। পরে শিক্ষার্থীদের হাতে তুলে দেন চকোলেট, খাবার ও খেলাধুলার সরঞ্জাম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও অন্যান্য শিক্ষকদের সঙ্গে বসে স্কুলের শিক্ষার মান, শিক্ষার্থীদের চাহিদা ও প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।
বিদ্যালয়ের এক শিক্ষক বলেন,
“রাজনৈতিক নেতারা যদি এমনভাবে পাশে দাঁড়ান, তাহলে শিক্ষার পরিবেশ আরও ভালো হবে।”
অনিক মাহবুব চৌধুরী জানান,
“শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিশুদের জন্য কাজ করাটা আমাদের দায়িত্ব। ছাত্রদল সবসময় শিক্ষার উন্নয়নে পাশে থাকবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গোলাম রাব্বি, সাবেক সহ-সভাপতি আরিফ এবং যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম দীপ।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও শিক্ষকরা জানান, এমন উদ্যোগ নিয়মিত হলে শিশুরা আরও উৎসাহ পাবে।
ছোট উদ্যোগ, বড় প্রভাব রাজনীতির মানবিক মুখ।