নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে এনসিপির মনোনয়ন চান আবির
ফয়সাল চৌধুরী, নেত্রকোণা
আসন্ন ত্রোয়দোশ জাতীয় সংসদ নির্বাচনে
শেখ জামাল আবির নেত্রকোণা-৩
(আটপাড়া-কেন্দুয়া) নির্বাচনী এলাকায়
জাতীয় নাগরিক পার্টি থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী৷
ডিপ্লোমা প্রকৌশলী উইং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় প্রস্তুতি কমিটির যুগ্ম সমন্বয়ক ও জুলাই
আগস্ট ঐক্য পরিষদের আহবায়ক প্রকৌশলী
মো. শেখ জামাল আবির।
শিক্ষা জীবনে তিনি ঢাকা পলিটেকনিক
ইনষ্টিটিউট থেকে ডিপ্লোমা প্রাইভেট
থেকে বিএসসি এবং প্রাইভেট ইউনিভার্সিটি
থেকে ডিপ্লোমা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে
বিএসসি এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অবস্থিত -কনফিউশিয়াস ইনস্টিটিউট থেকে চায়নার কোর্সটি শেষ করে চায়নাবেইজ কোম্পানিতে কর্ম জীবন শুরু করেন।
এই মেধাবী ছাত্র নেতা প্রকৌশলী মো. শেখ জামাল আবির গনঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেন ১৬ জুলাই ২০২৪ হতে ঢাকা রামপুরা এড়িয়াতে।
তিনি নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার
সুখারী ইউনিয়নের গ্রামের এক নির্মূল
,নিবিড়, শান্ত ছায়ায় এক মুসলিম সম্রান্ত
পরিবারে জন্মগ্রহণ করেন।
তার বাবা একজন কৃষক ও মাতা একজন গৃহিণী,
পারিবারিকভাবে তিন পুত্র ও এক কন্যা সন্তানের
জনক, প্রকৌশলী শেখ জামাল আবির বলেন
বিগত ২৪ এর জুলাই
ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে বুকে ধারণ করে
আমি আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি থেকে
এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশা করছি।
তিনি আরও বলেন জাতীয় নাগরিক
পার্টি এনসিপির কেন্দ্রীয় নীতি নির্ধারক
মহল থেকে সুবিবেচনাপ্রসূত আমি মনোনীত
হলে বিগত সময়ের স্বৈরচারী কায়দায়
রাষ্ট্র গঠনের সকল প্রকার নেতিবাচক কর্মকাণ্ড থেকে
মুক্ত থেকে উন্নয়নের প্রশ্নে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি ও নারীর অধিকার প্রতিষ্ঠা স্বাবলম্বী হওয়ার নিমিত্তে
শিল্পকারখানা গড়ে তোলার এক বৃহৎ পরিকল্পনা
রয়েছে বলে তিনি অভিমত ব্যক্ত
করেন৷ তিনি সকল বেকার যুবক-যুবতীদের জন্য শিল্পকারখানা
বিনির্মানের মাধ্যমে এক নতুন বাংলাদেশ রূপান্তরিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।




















