আটপাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল স্থগিত
নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার আটপাড়া উপজেলা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য “আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট”-এর ফাইনাল ম্যাচ আগামীকাল (১৭ অক্টোবর ২০২৫) অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে।
কমিটি সূত্রে জানা গেছে, ফাইনাল খেলায় অংশ নেওয়ার কথা ছিল ইমন খন্দকার স্পোর্টিং ক্লাব ও মোবারকপুর একাদশের। তবে দুই দলের মধ্যে উদ্ভূত জটিলতার কারণে আয়োজক কমিটি বৈঠক করে খেলা স্থগিতের সিদ্ধান্ত নেয়।
কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দলের ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনার পর নতুন তারিখ নির্ধারণ করে খুব শিগগিরই জানানো হবে।
আয়োজক কমিটি খেলার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণ ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে।
Facebook Comments Box

















