আটপাড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি:
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমাবে জীবন ও সম্পদের ক্ষতি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার আটপাড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর ২০২৫) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহনূর রহমান। আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে সকলকে ট্রাফিক আইন মেনে চলা, মানসম্মত হেলমেট ব্যবহার ও নিরাপদ গতিতে যানবাহন চালানোর আহ্বান জানান।
Facebook Comments Box

















