আটপাড়া বিএনপি পরিবার ৬নং দুওজ ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার আটপাড়া উপজেলায় বিএনপি পরিবার ৬নং দুওজ ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টায় দুওজ বাজারে আয়োজিত এ সভার আয়োজন করে আটপাড়া বিএনপি পরিবার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটপাড়া বিএনপি পরিবারের আহবায়ক ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল কবীর তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
বিএনপি পরিবারের সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন শেখ, সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ লুৎফর রহমান, যুগ্ম আহবায়ক মো. মোতাহার হোসেন খান মোতালিব, মো. আব্দুল মান্নান মনো, মোর্শেদ হাবিব ভুইয়া জুয়েল, এমজি হায়দার শামীম, নূরুল ইসলাম, ও মাহমুদুল হাসান খান জুলহাস।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ও তেলিগাতী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুল হক চন্দন, নেত্রকোনা-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর আবু বক্কর সিদ্দিক,
সভাটি সঞ্চালনা করেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শফিকুল আলম খান লিটন।
পরে ৬নং দুওজ ইউনিয়নের বিএনপি পরিবার
শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, এবং
সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়৷
সভাপতি হলেন: মো. জানু মিয়া, সাধারণ সম্পাদক মো. সাইকুল মিয়া, সাংগঠনিক সম্পাদক শামসুল হক,

















