নেত্রকোণায় লিজা বুটিকস হাউজের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ:
নেত্রকোণায় লিজা বুটিকস হাউজের উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (সকালবেলা) নেত্রকোণা সদরের চল্লিশার ৮৫ পাড়া গ্রামের অসহায় ৩০ জন মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ এমদাদুল হক, পরিচালক (অর্থ ও হিসাব) মো. সাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান এবং জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেনেসাঁ নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আফরোজা আক্তার লিজা। এ সময় বক্তারা সমাজের বিত্তবানদের শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
-২১ জানুয়ারি ২০২৬ বুধবার
Facebook Comments Box
















