নেত্রকোনায় শ্রেষ্ঠ এসআই ও শ্রেষ্ঠ বিট অফিসার দুই পুরস্কার অর্জন করলেন আটপাড়া থানার এসআই (নি:) মোঃ আব্দুল কাদের
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি:
ভালো কাজের স্বীকৃতি স্বরূপ নেত্রকোনার আটপাড়া থানার এসআই (নি:) জনাব মোঃ আব্দুল কাদের একসাথে দুইটি পুরস্কারে ভূষিত হয়েছেন। আটপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান এর দিক নির্দেশনায় তিনি ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ এসআই (নি:) এবং শ্রেষ্ঠ বিট অফিসার হিসেবে নির্বাচিত হন।
আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জনগণের আস্থা অর্জন ও দায়িত্বশীল কর্মপ্রবণতার জন্য এই স্বীকৃতি প্রদান করা হয়। জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ তাঁর হাতে এ দুটি পুরস্কার তুলে দেন।
এসআই আব্দুল কাদেরের এই অর্জনে সহকর্মী, ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনগণ অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন।
Facebook Comments Box

















