বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আটপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক হলেন সাইকুল ইসলাম মিন্টু
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, আটপাড়া উপজেলা শাখার নতুন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইকুল ইসলাম মিন্টু। দলের কেন্দ্রীয় ও জেলা নেতৃত্বের অনুমোদনের মাধ্যমে এই দায়িত্ব তাকে অর্পণ করা হয়।
সাইকুল ইসলাম মিন্টু দীর্ঘদিন ধরে বিএনপি ও অঙ্গসংগঠনের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে কাজ করে আসছেন। সংগঠনের প্রতি তার নিষ্ঠা, সততা ও নেতৃত্বের গুণাবলির স্বীকৃতি হিসেবেই তাঁকে এ পদে মনোনীত করা হয়েছে বলে জানিয়েছেন দলীয় সূত্র।
দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় সাইকুল ইসলাম মিন্টু বলেন, “আমি শ্রমিক দলের প্রতিটি নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে চাই। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে সর্বদা পাশে থাকব।”
স্থানীয় নেতাকর্মীরা তাঁর নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেছেন।
Facebook Comments Box

















