মানবাধিকার ও পরিবেশ বিষয়ে সচেতনতামূলক সভা
হৃদয় আহমেদ, কলমাকান্দা
নেত্রকোনার কলমাকান্দায় মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা প্রকল্পের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) সকালে প্রেসক্লাব হলরুমে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার অংশ নেন।
ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন উপজেলা সমন্বয়কারী কমিটির সভাপতি সাংবাদিক শেখ শামীম। তিনি বলেন, সচেতনতা ছাড়া মানবাধিকার ও পরিবেশ রক্ষা সম্ভব নয়। এ ধরনের আয়োজন এলাকায় ইতিবাচক পরিবর্তন আনবে।
মূল উপস্থাপনা দেন পিসিসির উপজেলা কো-অর্ডিনেটর পল সুকান্ত দাস। তিনি মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণের বিভিন্ন দিক তুলে ধরেন এবং উপস্থিতদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করেন।
এসময় উপজেলা পিসিসির সোশ্যাল মোবিলাইজার অঞ্জন সাংমা ও মোনালিসা হাজং উপস্থিত ছিলেন।
Facebook Comments Box









