৩১ দফা বাস্তবায়নে নেত্রকোণা-৩ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী ইঞ্জিনিয়ার সেলিমের লিফলেট বিতরণ
নেত্রকোণা প্রতিনিধি :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ করেছেন নেত্রকোণা-৩ (আটপাড়া–কেন্দুয়া) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ইঞ্জিনিয়ার মোস্তফা ই জামান সেলিম।
বৃহস্পতিবার বিকেল ৪টায় তিনি আটপাড়ার ব্রুজের বাজার, ইটাখলা বাজারসহ বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণ কালে ইঞ্জিনিয়ার মোস্তফা ই জামান সেলিম বলেন,
“তারেক রহমানের প্রণীত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি গণতন্ত্র, জনগণের অধিকার ও ন্যায়বিচার পুনরুদ্ধারের একটি অঙ্গীকার।
আমরা বিশ্বাস করি—এই ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আইনের শাসন, প্রশাসনিক নিরপেক্ষতা ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে।”
তিনি আরও বলেন,
“আমরা জনগণের কাছে যাচ্ছি, তাদের কথা শুনছি, এবং এই ৩১ দফা কর্মসূচি সম্পর্কে সচেতনতা তৈরি করছি। বিএনপি জনগণের দল—জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন— আটপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপি পরিবারের আহবায়ক খায়রুল কবীর তালুকদার, বিএনপি পরিবারের যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন খান মোতালিব, মুক্তিযোদ্ধা কমান্ডার কাউন্সিলের
আহবায়ক শামসুল হক শান্তু,
জেলা বিএনপির সাবেক শিল্পবিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আমির খসরু স্বপন, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আলী হায়দার কাঞ্চন,
সাবেক উপজেলা যুবদল সভাপতি সাইফুল আলম সোহেল, যুবদল উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল হোসেন তালুকদার,
সাবেক শুনই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি
আব্দুল মোতালিব সুলতু,
স্বরমুশিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুখলেছুর রহমান পরশ ও সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান রিপনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।
–

















