আটপাড়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোনার আটপাড়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনূর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. আশরাফুল হক এবং আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবায়দুল আলম।
বক্তারা বলেন, অভিবাসীরা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, প্রবাসীদের অধিকার রক্ষা এবং বৈধ পথে বিদেশগমন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।
–

















