আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে নেত্রকোনার আটপাড়ায় শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ সোমবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় আয়োজনে সহকারি কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান, সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদুজ্জামান, উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা মো. আশরাফুল হক দিদার, উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক মোহন চৌধুরী, সদস্য সচিব নূর মোহাম্মদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব টিটু ভুঁইয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রকোনা জেলার যুগ্ম আহবায়ক আল আকরাম মুন্না, জিয়া সাইবার ফোর্স আটপাড়া উপজেলা শাখার সভাপতি সজীব ভূঁইয়া, সহ আরো অনেকেই । পরে পুকুরে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্তকরণ করা হয়৷