আটপাড়ায় দশ দিনব্যাপী ভিডিপি প্রশিক্ষণ কর্মসূচি শুরু
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার ২নং শুনই ইউনিয়নের ৪নং ওয়ার্ডে অবস্থিত হাজী আবুল হাসান টেকনিকাল ইনস্টিটিউটে শিক্ষিত বেকার যুবকদের নিয়ে দশ দিনব্যাপী ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা বাহিনী) প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নেত্রকোনা জেলার কমান্ড্যান্ট মোহাম্মদ জিন্নাতুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) হাজেরা খাতুন, উপজেলা প্রশিক্ষক মো. জরিপ উদ্দীন,
আয়োজন করেছে আটপাড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, আটপাড়া, নেত্রকোনা।
এই প্রশিক্ষণ কর্মসূচিতে স্থানীয় শিক্ষিত বেকার যুবক-যুবতীরা অংশগ্রহণ করছেন, যাতে তারা সমাজ উন্নয়ন, আত্মকর্মসংস্থান এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারেন। প্রশিক্ষণে ৭৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
–














