আটপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের আয়োজনে মহান বিজয় দিবস পালন
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোণার আটপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল আটপাড়া উপজেলা শাখা এবং ৬নং দুওজ ইউনিয়ন শাখা আয়োজনে আটপাড়ায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে
উপজেলা বিএনপির কার্যালয়ে দলীয় ও জাতীয়
পতাকা উত্তোলন, র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে
উপজেলা শহীদ মিনারে গিয়ে শেষ হয়৷
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল আটপাড়া উপজেলা শাখার
আহবায়ক মো, আল-আমিন, সদস্য সচিব, জসীম, যুগ্ম আহবায়ক মো. আরিফ, ৬নং দুওজ ইউনিয়ন মোটর
সভাপতি মো. হেলাল, সহ-সভাপতি আজিমুদ্দিন,
সাধারণ সম্পাদক সানোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক
নান্টু।
সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী
মোটরচালক দলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ
নেতৃবৃন্দ।
Facebook Comments Box

















