আটপাড়ায় বিএনপি পরিবার উপজেলা আহবায়ক কমিটি গঠন
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়া উপজেলায় “বিএনপি পরিবার” উপজেলা শাখার ২৫১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বেলা ৩টায় আটপাড়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর তালুকদার, এবং সদস্য সচিব হয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহমদ হোসেন শেখ। কমিটির যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন— লুৎফর রহমান, মোতাহার হোসেন খান মোতালিব, আবদুল মান্নান মনো, মোর্শেদ হাবিব ভুঁইয়া জুয়েল, নূরুল ইসলাম, এম.জি. হায়দার শামীম ও মাহামুদুল হাসান খান জুলহাস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক তেলিগাতী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুল হক চন্দন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শফিকুল আলম খান লিটন ও সঞ্চালনা করেন আমির খসরু স্বপন বক্তারা বলেন, “আগামী দিনে দলকে আরও সংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” –














