আটপাড়ায় স্বপ্নসারথি কিশোরীদের গ্রাজুয়েট অনুষ্ঠান অনুষ্ঠিত
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়া উপজেলায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে স্বপ্নসারথি কিশোরীদের গ্রাজুয়েট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহনূর রহমান, উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আল মোমিন, উপজেলা সমবায় কর্মকর্তা মোমেন আলী মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা তথ্য কর্মকর্তা মো. আশরাফুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা সমন্বয়কারী আব্দুল্লাহ আল বাকী। তিনি বলেন, “পার করেছি ১৮, পেরিয়ে যাব পাহাড়ও” — এই মূলমন্ত্রে স্বপ্নসারথি কিশোরীরা এগিয়ে যাচ্ছে। তারা কেউ শিক্ষক, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ পাইলট, কেউ পুলিশ আবার কেউ উকিল হওয়ার স্বপ্ন দেখে। তিনি আরও বলেন, কিশোরীদের বাল্যবিবাহ প্রতিরোধে তাদের স্বপ্ন পূরণের পথে বাবা-মাকে পাশে থাকতে হবে। পড়াশোনার পাশাপাশি তাদের আয়মূলক কাজে সম্পৃক্ত করতে হবে। তাহলেই সমাজ ও দেশের উন্নয়ন সম্ভব হবে। সবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহনূর রহমানের এর মাধ্যমে কিশোরীদের মাঝে সনদপত্র ও মগ বিতরণ করা হয়। –
Facebook Comments Box