আটপাড়ার ৬নং দুওজ ইউনিয়ন চালক দলের নতুন কমিটি অনুমোদন
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোনার আটপাড়া উপজেলার ৬নং দুওজ ইউনিয়ন চালক দলের নতুন কমিটি ঘোষণা ও অনুমোদন দেওয়া হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে মেচারগাতী গ্রামের হেলালকে সভাপতি, শ্রীরামপাশা গ্রামের সানোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক এবং রায়নগর গ্রামের উজ্জ্বল মিয়াকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
উপজেলা চালক দলের সভাপতি আল আমিন ও সদস্য সচিব জসীম মিয়ার স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।
নবগঠিত কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত, গতিশীল ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় নেতৃবৃন্দ। তারা জানান, চালকদের অধিকার রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে।
স্থানীয় পর্যায়ে ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে ৬নং দুওজ ইউনিয়ন চালক দল ভবিষ্যতে বিভিন্ন সামাজিক ও সংগঠনমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখবে বলেও সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

















