এক হাজার ৭০০ শিশু শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ
হৃদয় আহমেদ, কলমাকান্দা
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় খুদে এক হাজার ৭০০ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে নাজিরপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে ‘ক্রিস্টমাস বাউন্স ব্যাক প্রোগ্রাম উপলক্ষে এ আয়োজন করা হয়।
এসময় অনুষ্ঠানে নাজিরপুর এপি ম্যানেজার পরিতোষ রেমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লেংগুরা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুমিনুল ইসলাম, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম, সাধারণ সম্পাদক ওবাইদুল হক পাঠান, সিনিয়র সাংবাদিক ফখরুল আলম খসরু ও প্রাক্তন শিক্ষক নিশিকান্তি জামিল প্রমুখ।
অনুষ্ঠান শেষে এক হাজার ৭০০ শিশু শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে খাতা, কলম, ব্যাগসহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। শিশুরা এসব উপহার পেয়ে উচ্ছ্বসিত আনন্দে মেতে ওঠে।