জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: আটপাড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক মো. সবুজ মিয়া
আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি :
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে নেত্রকোণার আটপাড়া উপজেলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন আটপাড়া ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিষয়ের সহকারী অধ্যাপক মো. সবুজ মিয়া।
শিক্ষাক্ষেত্রে পাঠদান, শিক্ষার্থীদের মানোন্নয়ন ও একাডেমিক কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। তাঁর এ অর্জনে কলেজ পরিবার, সহকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।
শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় মো. সবুজ মিয়াকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় শিক্ষা কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ
-১৩ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার
Facebook Comments Box

















