Election
দাঁড়িপাল্লা নিয়ে কোন চাপে নেই জামায়েতে ইসলামির প্রার্থী
মোঃ খোকন বার্তা সম্পাদক
নেত্রকোণা জেলা বিএনপি সভাপতি ডা:আনোয়ারুল হকের সাথে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় কোনরুপ চাপ অনুভব করছেন না বলে জানালেন সাবেক জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা এনামুল হক।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা- ২ ( নেত্রকোনা সদর- বারহাট্টা) আসনে মনোনয়ন জমা দিলেন অধ্যাপক মাওলানা এনামুল হক। তিনি বলেন আজ মনোনয়ন জমাদানের মাধ্যমে আমি প্রার্থী হলাম। আপনারা আমার নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রাম থেকে এসেছেন। দীর্ঘ সময় ধরে আমরা প্রচার প্রচারণা করেছি এখন আমাদেরকে ভোট চাইতে হবে।
তিনি আরও বলেন, আমারদের মনে রাখতে হবে ভোটারা চাইলেই আমরা কেবল সংসদে প্রতিনিধিত্ব করতে পারবো তাই আমাদের ঈমান আখলাক ও ভালোবাসা দিয়ে তাদের মন জয় করতে হবে এবং সঠিক প্রতিশ্রুতি দিতে হবে।আমাদের লক্ষ্য উদ্দেশ্য যেন সৎ ও মহত্ত্বের পথে হয়।
জেলা রিটার্নী অফিসারের নিকট মনোনয়ন পত্র জমাদান শেষে সাংবাদিক সম্মেলনে ফেস দ্যা পিপলের সাংবাদিক মোঃ খোকন এর প্রশ্নের উত্তরে নেত্রকোনা সদর – বারহাট্টা আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা এনামুল হক বলেন, বিএনপি সভাপতি আনোয়ারুল হকের সঙ্গে ভোট যুদ্ধে তিনি কোনরূপ চাপ অনুভব করছেন না।


















