দেশজুড়ে

নেত্রকোণায় শহীদ ক্যাডেট একাডেমির শিক্ষাবৃত্তি প্রদান

By Foysal Chowdhury

December 31, 2025

নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণা শহীদ ক্যাডেট একাডেমির (এনএসসি) উদ্যোগে শিক্ষাবৃত্তি–২০২৫ প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মোট এক লক্ষ টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। বৃত্তির আওতায় প্রথম পুরস্কার হিসেবে একজন শিক্ষার্থীকে একটি ল্যাপটপ প্রদান করা হয়। এছাড়া ট্যালেন্টপুল–১ ক্যাটাগরিতে ৩ জনকে ৪ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা, ট্যালেন্টপুল–২ ক্যাটাগরিতে ৩ জনকে ৩ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা, ট্যালেন্টপুল–৩ ক্যাটাগরিতে ৩ জনকে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা এবং সাধারণ গ্রেডে ১০ জনকে ৫০০ টাকা করে মোট ৫ হাজার টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়। এছাড়াও প্রথম ১০০ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম। তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের যথাযথ সম্মাননা ও সহায়তা দেওয়া হলে ভবিষ্যতে তারা দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহীদ ক্যাডেট একাডেমির পরিচালক জহিরুল ইসলাম, শফিউল আলম খান ও আহসানউল্লাহ মুকুলসহ অভিভাবক ও শিক্ষার্থীরা। উল্লেখ্য, শহীদ ক্যাডেট একাডেমির কার্যালয় মোক্তারপাড়া এলাকায় (আঞ্জুমান স্কুলের বিপরীতে), ডাচ্ বাংলা ফাস্ট ট্র্যাকের গলিতে অবস্থিত