আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা -৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. বশির শাহ সুলতান কমর উদ্দিন রুমী (রাঃ)-এঁর মাজার শরীফ জিয়ারত করেছেন। বুধবার বেলা ১২ টায় তিনি নেত্রকোণা সদরের মদনপুরে অবস্থিত শাহ সুলতান কমর উদ্দিনের মাজার শরীফ জিয়ারত করেন। মাজার শরীফ জিয়ারতের পর নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সকলের মঙ্গল কামনায় তিনি দোয়া প্রার্থনা করেন৷
পরে তিনি কেন্দুয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের সমর্থনে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন৷
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম সোহেল, সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল হোসাইন তালুকদার, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য আমির খসরু স্বপনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
–