সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম খান মাজুর কবর জিয়ারত করলেন ড. রফিকুল ইসলাম হিলালী
সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম খান মাজুর কবর জিয়ারত করলেন ড. রফিকুল ইসলাম হিলালী
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৩ (আটপাড়া–কেন্দুয়া) সংসদীয় আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালী আটপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম জহিরুল ইসলাম খান মাজুর কবর জিয়ারত করেছেন।
বুধবার বিকেলে আটপাড়া উপজেলার দেওগাঁ গ্রামে মরহুম চেয়ারম্যান জহিরুল ইসলাম খান মাজুর গ্রামের বাড়িতে অবস্থিত কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করেন ড. রফিকুল ইসলাম হিলালী। এ সময় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, মরহুম চেয়ারম্যান জহিরুল ইসলাম খান মাজুর পুত্র ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌছিফুল ইসলাম খান, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব নূর ফরিদসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
–

















