গণঅধীকার পরিষদের নির্বাচনী প্রচারণা, সাধারণ মানুষের সতস্ফুর্ত অংশগ্রহণ
মোঃ খোকন নেত্রকোণা
নেত্রকোণা ২ (নেত্রকোণা সদর-বারহাট্রা)আসনে গণঅধিকার পরিষদের সাংসদ সদস্য প্রার্থী হাসান আল মামুন নিরলসভাবে চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচারণা। ধীরে ধীরে বাড়ছে তার কর্মী সমর্থক।
আজ দলটির সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা আল মামুন কে সঙ্গে নিয়ে বিশাল মিছিলের আয়োজন করে। মিছিলটি জেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। এসময় সমর্থকেরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন মিছিলরত এলাকা।
ছাত্রঅধিকার পরিষদের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম বলেন, গণ অধিকার ও ছাত্র অধিকার পরিষদ আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদকে বিদায় করেছে এবং এই নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে গণমানুষের জন্য সংসদে প্রতিনিধিত্বও করবে ইনশাআল্লাহ।
নেত্রকোণা ২ আসনের প্রার্থী হাসান আল মামুন বলেন আমরা গণমানুষের জন্য লড়াই সংগ্রাম করে রাজপথে ছিলাম আছি এবং থাকবো এবং নেত্রকোনা -বারহাট্টার মানুষের অধিকার আদায়ের জন্য সংসদে প্রতিনিধিত্ব করবো ইনশাআল্লাহ।


















