প্রকাশিত সংবাদের প্রতিবাদে নেত্রকোনা প্রেসক্লাবে খালিয়াজুড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খালিয়াজুড়ি উপজেলা শাখা এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খালিয়াজুড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান কেস্টু। লিখিত বক্তব্য তিনি বলেন, নেত্রকোনা-৪ (মদন-মোহনগন্জ-খালিয়াজুরী) আসনে বিএনপির কান্ডারী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তার নির্বাচনী এলাকায় বিএনপির নেতাকর্মীরা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে কেউ কোন ধরনের অপকর্মের সাথে লিপ্ত হচ্ছে কি না তা খতিয়ে দেখে নিয়মিত প্রতিবেদন দেয়ার জন্য তিন থানায় তিন জনকে দায়িত্ব দেয়া হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ভাবমূর্তিকে বিনষ্ট করার লক্ষ্যে তথাকথিত বিএনপির কর্মীর নামে গত ৭ জানুয়ারী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে খালিয়াজুড়ি উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন, সহ সভাপতি ইদ্রিস আলী মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুজ্জামান তরু, সাংগঠনিক সম্পাদক মির্জা জিয়া উদ্দিন, চাকুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলকাছ মিয়াকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দায়ের করে। এই অভিযোগের ভিত্তিতে গত ১২ জানুয়ারী দুয়েকটি গণমাধ্যমে খালিয়াজুড়ি উপজেলা বিএনপির ফাইভ স্টার বাহিনী শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি তাদের দৃষ্টি গোচর হওয়ায় তারা এই ধরনের মিথ্যা ও বানোয়াট সংবাদের প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তারা একাধিক রাজনৈতিক মামলার শিকার হয়েছেন। আঃ রউফ স্বাধীন হাসিনা সরকারের আমলেও স্হানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি থেকে অংশ নিয়ে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়ে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। তারা বিএনপির নেতৃত্বে ঈর্ষান্বিত হয়ে নির্বাচনকে সামনে রেখে এই ধরনের মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে। আমরা এই ধরনের মিথ্যা ও বানোয়াট অভিযোগ এবং মিথ্যা অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন খালিয়াজুড়ি উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, খালিয়াজুড়ি উপজেলা বিএনপির সহ সভাপতি মাসুদ রানা, সহ সভাপতি ইদ্রিস আলী মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুজ্জামান তরু, সাংগঠনিক সম্পাদক মির্জা জিয়া উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা, ১৫/০১/২৬ ইং
Facebook Comments Box











