স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: উপদেষ্টা পরিষদের বৈঠকে ৪টি আইনের সংশোধনী অনুমোদন
নিজস্ব প্রতিবেদক:
স্থানীয় সরকার নির্বাচনে আর থাকছে না দলীয় প্রতীক। আজ অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এ সংক্রান্ত ৪টি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জানান, নির্বাচনে দলীয় প্রতীক না রাখার সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় সংশোধনী অনুমোদন করা হয়েছে।
Facebook Comments Box















