অবহেলিত প্রাণীদের জন্য সমাজসেবক ফাহিম পাঠানের মানবিক উদ্যোগ
নেত্রকোনা প্রতিনিধি:
আজ ৮ আগস্ট ২০২৫, বিশ্ব বিড়াল দিবসে প্রাণীপ্রেমী ও সমাজসেবক ফাহিম রহমান খান পাঠান জানালেন বিড়ালপ্রেমীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তিনি দীর্ঘ ৯ বছর ধরে তার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘উজ্জীবন’ এর মাধ্যমে অবহেলিত ও অবলা প্রাণীদের উদ্ধারে কাজ করছেন। “বাঁচাতে চাই একটি প্রাণ, শুধুই মানবতার আহ্বান” – এই মূলমন্ত্রে সংগঠনের একটি বিশেষ শাখা Cat & Dog Society of Netrokona গড়ে তোলা হয়েছে, যার মাধ্যমে এখন পর্যন্ত প্রায় এক হাজার কুকুর, বিড়াল, খরগোশ ও পাখি উদ্ধার এবং বিনামূল্যে দত্তক (এডপশন) দেওয়া হয়েছে।
ফাহিম পাঠান বলেন, “পৃথিবীতে মানুষের পাশাপাশি প্রতিটি প্রাণীরই বেঁচে থাকার অধিকার আছে। তারা নির্দিষ্ট রিজিক নিয়ে জন্মায়, কিন্তু তা সংগ্রহ তাদের জন্য সহজ নয়। আমরা যদি একটু মানবিক হই, তাদের জন্যও নিরাপদ আশ্রয় ও খাদ্যের ব্যবস্থা করা সম্ভব।” তিনি জোর দিয়ে বলেন, অবলা প্রাণীদের রাস্তা বা জঙ্গলে না ফেলে বরং সংগঠনের মাধ্যমে দায়িত্বশীল মানুষের কাছে হস্তান্তর করা উচিত।
তিনি আরও জানান, সংগঠনের সামাজিক যোগাযোগমাধ্যম গ্রুপে প্রতিনিয়তই নতুন আশ্রয়দাতা খোঁজা হয়। বর্তমানে গ্রুপে প্রশাসনিক ও স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন নাফিউ রহমান খান পাঠান, এহতেশাম বোরহান নিলয়, ফারহানা হায়দার সোনালী, তূর্য তালুকদার, কে এম তাউসিফ, মাহফুজা শিকদার তন্নি, সৈয়দা তানজিল লিমা, সৈয়দা নূসরাত ইলমা, কাজী সোমাইয়া, সাদিয়া খান রুম্পা, নিহাদুল ইসলাম, শিহাব খান, জান্নাতুল নূর ঝলক, সাবরিনা মিথিলা, তাসফিয়া খান, আরশিয়া বিনতে হারুন, আরেফিন হাসান রাফি, রাতুল হাসান রিতম, খানজাদা শুভ, ইজাজ আল সামি, মুবিন, সাদিয়া জেসমিন, নাইম শেখ, সাজেদুল হক সাজন, মাহমুদুর নেহাল, শামস ইসলাম স্বচ্ছ, আফরিনা রশিদ সেজুথি, ঐশ্বর্য মজুমদার সৃষ্টি, আবরার জাহিন অপূর্ব, ফারজানা মিথিলা, সাইফুর রহমান নির্জন, সাদিম পাঠানসহ আরও অনেকে।
এছাড়া এই মানবিক কার্যক্রমে সহযোগিতা করছেন ভেটেরিনারি চিকিৎসক জাহাঙ্গীর আলম (সভাপতি, নেত্রকোনা ভেটেরিনারি অ্যাসোসিয়েশন) এবং আলামিন আলি (মোহনগঞ্জ পশু হাসপাতাল)।
ফাহিম পাঠান বলেন, “আজ আমরা যদি আমাদের সন্তানদের জীবের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও সঠিক আচরণ শেখাই, আগামীতে তারাই মানবিক সমাজ গড়তে ভূমিকা রাখবে। বিড়াল একটি পবিত্র প্রাণী, এমনকি তাদের পান করা পানি দিয়েও ওযু করা যায়। অথচ তারা আজও অবহেলিত। আমরা চাই আর কোনো অবলা প্রাণী যেনো খাদ্যের অভাবে মারা না যায়, তারা যেনো শান্তিতে বাঁচতে পারে।”
স্বামী বিবেকানন্দের বাণী উদ্ধৃত করে তিনি বলেন, “জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।”
ফাহিম পাঠানের এই উদ্যোগ নেত্রকোনা তথা সারা দেশের প্রাণীপ্রেমীদের মাঝে নতুন অনুপ্রেরণা জাগিয়েছে।















