Netrakona Live

ধর্ম

দুর্গাপুর উপজেলার বিভিন্ন মন্দিরে পালিত হচ্ছে জন্মাষ্টমী

By MD KAYEAS AHMED

August 30, 2021

আজ সারা বিশ্বের ন‍্যায় দুর্গাপুর উপজেলার বিভিন্ন মন্দিরে পালিত হচ্ছে ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি স্মরণে শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব।

আজ ১৩ই ভাদ্র ১৪২৮বাংলা ৩০শে আগষ্ট ২০২১ইং সারা বিশ্বের ন‍্যায় দুর্গাপুর উপজেলার ভিবিন্ন মন্দির গুলো তে পালিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি স্মরনে জন্মাষ্টমী উৎসব।

আজ থেকে ৫২৪৭বছর আগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কংসের কারাগারে পুরোষত্তম ভগবান পৃথিবীতে অবতীর্ণ হন, এবং পৃথিবী থেকে দুষ্টের দমন করেন। তাই প্রতিবছর ভগবানের আবির্ভাব তিথী স্মরনে দেশের বিভিন্ন স্থানে র‍্যালী ধর্মীয় ওসাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প‍্রতিবছরের ন‍্যায় এবারো সাস্থবিধি মেনে।

দুর্গাপুর উপজেলার অন্যতম মন্দির রামনগর,প্রিয় যুগল আশ্রমে জন্মাষ্টমী উৎসব আয়োজন করা হয় এ সময় প্রভুর ভোগরাগ, কির্তন ও শ্রীমৎ ভগবত পাঠ করা হয়। শ্রীমৎ ভগবত পাঠ করেন পাঠক বাবু মন্তোষ কুমার বিশ্বাস। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,আশ্রম কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় সকল সনাতন ধর্মাবলম্বীরা।

মন্দির প্রদক্ষিন ও প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয় এদিকে দিনটিকে কেন্দ্র করে সারাদেশে টেলিভিশন চ‍্যানেলগুলি নানা ধরনের অনুষ্ঠান সম্প্রচার করে থাকেন।

হিন্দুধর্মাবলম্বীরা বিশ্বাস ও ভক্তির সহিত দিন টি পালিত হচ্ছে। প্রতিনিধি :পুজন চন্দ্র ‍দত্ত (দুর্গাপুর উপজেলার বিভিন্ন মন্দিরে পালিত হচ্ছে জন্মাষ্টমী)