গোপালগঞ্জে এনসিপির নেতা-কর্মীদের হামলার প্রতিবাদে নেত্রকোনায় সড়ক অবরোধ ও বিক্ষোভ
নেত্রকোনা প্রতিনিধি:
গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে প্রগতিশীল ছাত্র-জনতা।
বুধবার (১৬ জুলাই) বিকেলে ‘ফ্যাসিবাদ বিরোধী সাধারণ ছাত্র-জনতা, নেত্রকোনা জেলার উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেত্রকোনা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রকোনা জেলা শাখার আহ্বায়ক শেখ হাসনাত জনি, মুখ্য সংগঠক সাব্বির আহম্মেদ ও যুগ্ম আহ্বায়ক মিনহাজ সোহেল। এছাড়াও উপস্থিত ছিলেন এনসিপি নেতা রফিকুল ইসলাম শুভ, আকাশ অভি, অলি, আব্দুল গাফফার, হাফিজা আক্তার, ফারজানা খানম রুবি, মোঃ কায়েশ আহমেদ, শাহ আলম, তাসকিয়া খান প্রমি প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, “গণতান্ত্রিক আন্দোলনে বারবার হামলা চালিয়ে সরকার তাদের ফ্যাসিবাদী চেহারা উন্মোচন করছে। এনসিপি নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই এবং দায়ীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
প্রতিবাদ কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রগতিশীল সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন।









