ব্যারিস্টার কায়সার কামালের মানবিক উদ্যোগে আলোর পথচলা
মোঃ কায়েশ আহমেদ (নেত্রকোণা লাইভ) :
ব্যারিস্টার কায়সার কামালের ব্যক্তিগত পৃষ্ঠপোষকতা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে চোখের ছানি আক্রান্ত অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমের দ্বিতীয় ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে।

গতকাল, ২৩ জুলাই দুর্গাপুর উপজেলা থেকে নির্বাচিত ২৬ জন নারী ও ২৪ জন পুরুষসহ মোট ৫০ জন রোগীকে ময়মনসিংহের বিএনএসবি চক্ষু হাসপাতালে ভর্তি করানো হয়। আজ সকলেরই সফলভাবে ছানির অপারেশন সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ।
চোখে আলো ফেরানোর এই মহতী কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষ।
তবে এই প্রকল্পের মূল অনুপ্রেরণা ও সহায়তাকারী হিসেবে ব্যারিস্টার কায়সার কামালের অবদানই ছিল সর্বাধিক উল্লেখযোগ্য।
এই প্রকল্পের অধীনে পর্যায়ক্রমে মোট ৯৩২ জন রোগীর ছানির অপারেশন করানো হবে ইনশাআল্লাহ।
এটি শুধুই একটি চিকিৎসা সহায়তা নয়—এটি একজন মানবিক নেতার দৃষ্টান্ত, যিনি মানুষের চোখে আলো ফিরিয়ে দেওয়ার মাধ্যমে সমাজে আশার আলো ছড়িয়ে দিচ্ছেন।
ব্যারিস্টার কায়সার কামালের এ মানবিক প্রয়াস নিঃসন্দেহে আমাদের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।









