1. hridoynews3355@gmail.com : Hridoypress : Hridoy Ahmed
  2. talukderkajal@gmail.com : Kajal Talukder : Kajal Talukder
  3. mahabubalama1993@gmail.com : Mahabub Alam : Mahabub Alam
  4. netrakonalive@gmail.com : NETRAKONA LIVE : NETRAKONA LIVE
  5. mdkayeasahmed@gmail.com : MD KAYEAS AHMED : MD KAYEAS AHMED
কলমাকান্দায় ডিবি পরিচয়ে যুবককে তুলে নিয়ে যাওয়ার সময় আটক ৩
ঢাকা ০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কলমাকান্দায় ডিবি পরিচয়ে যুবককে তুলে নিয়ে যাওয়ার সময় আটক ৩

নেত্রকোণা লাইভ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কলমাকান্দা, নেত্রকোণাঃ  নেত্রকোণার কলমাকান্দায় ডিবি পুলিশ পরিচয়ে এক যুবককে তুলে নেওয়ার সময় তিন যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় চেয়ারম্যান সহ এলাকাবাসী।

গতকাল ১৬ই ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখে, সিধলী বাজার সিএনজি বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। পরে কলমাকান্দা থানায় মামলা দিয়ে আজ শুক্রবার দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

যাদের আটক করা হয়েছে তাড়া হলেন- নাটোরের বাগাতিপারা উপজেলার রহিমানপুর গ্রামের মোঃ সুমন আহমেদ (৪০), একই জেলার গুরুদাসপুর উপজেলার সিধুলী গ্রামের সমিউল হারুন (২৭) ও রাজশাহীর তানোর উপজেলার মোহাম্মদপুর গ্রামের মোঃ আসমত আলী (৩৩)।

তাদের ভাষ্যমতে, সুমন আহমেদ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও সামিউল হারুন স্নাতক (অনার্স) পড়ুয়া ছাত্র।

এই ঘটনার প্রত্যক্ষদর্শী কলমাকান্দা উপজেলার ৭নং কৈলাটী ইউনিয়নের চেয়ারম্যান হাজী জয়নাল আবেদীন বলেন,  ওই তিনজন রংছাতির এক যুবককে আব্বাছনগর (নয়াপাড়া) এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে আসে সিধলী বাজারে ।

আব্বাছনগর থেকে সিধলীর দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার হবে। মাঝে সোমেশ্বরী নদীর শাখা রয়েছে। নদী পাড় হয়ে সিধলীতে নিয়ে এসে সিএনজি অটোরিকশায় উঠানোর সময় ওই যুবকের চিৎকারে লোকজন জড়ো হয়। বিষয়টি সন্দেহজনক মনে হয়। তখন ডিবি পুলিশ পরিচয়ধারীদের কাছে পরিচয়পত্র দেখতে চাই । তখন তারা কোনো পরিচয়পত্র দেখাতে পারেনি । তখনই উপস্থিত লোকজন তাদের ওপর চড়াও হয়।

ইউপি চেয়ারম্যান আরও বলেন, আমি পরিস্থিতি খারাপ হবে ভেবে পুলিশে খবর দেই। পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়। তবে রাজশাহী থেকে ওই তিনজনকে স্থানীয় কেউ ভাড়ায় এনে অপরাধমূলক কাজ করাতে চেয়েছে হয়ত । স্থানীয় কয়েকজন ছেলেকে ওই তিনজনের পক্ষ নিতেও দেখেছি। ঘটনার পেছনে বড় কিছু লুকিয়ে আছে। তদন্ত করলে সব বেরিয়ে আসবে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, ওই তিন যুবক আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে এলাকার কয়েকজনের কাছে চাঁদা দাবি করছিল। চাঁদার দাবিতে কয়েকজনকে মারধর করেছে। পরে খবর পেয়ে পুলিশ তাদের আটক করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

আপলোডকারীর তথ্য

MD KAYEAS AHMED

মোঃ কায়েশ আহমেদ নেত্রকোণার কলমাকান্দার একজন সমাজসেবক, প্রযুক্তি শিক্ষার্থী ও তরুণ সাংবাদিক। তিনি “স্বপ্নপুরী মানবকল্যাণ সংস্থা” ও “নেত্রকোণা লাইভ”-এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক। অসহায়দের সেবা, রক্তদান, খাদ্য বিতরণ, শিশু উদ্ধার ও তথ্যভিত্তিক সাংবাদিকতায় তার ভূমিকা প্রশংসনীয়। এসব কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২৫ সালে রাষ্ট্রপতি ভিডিপি (সেবা) পদক পান। বর্তমানে তিনি ঢাকায় নর্দান ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পড়ছেন এবং প্রযুক্তির মাধ্যমে সমাজসেবা ও সাংবাদিকতা চালিয়ে যাচ্ছেন।
ট্যাগস :
  • প্রকাশের সময় : ০৭:৩৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ২৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
    • আপনি কি নেত্রকোণা লাইভ এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
    ফজর3:40 am
    জোহর11:58 am
    আসর4:38 pm
    মাগরিব6:44 pm
    ইশা8:12 pm
    সূর্যোদয় - 5:07 amসূর্যাস্ত - 6:44 pm

    কলমাকান্দায় ডিবি পরিচয়ে যুবককে তুলে নিয়ে যাওয়ার সময় আটক ৩

    প্রকাশের সময় : ০৭:৩৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩

    কলমাকান্দা, নেত্রকোণাঃ  নেত্রকোণার কলমাকান্দায় ডিবি পুলিশ পরিচয়ে এক যুবককে তুলে নেওয়ার সময় তিন যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় চেয়ারম্যান সহ এলাকাবাসী।

    গতকাল ১৬ই ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখে, সিধলী বাজার সিএনজি বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। পরে কলমাকান্দা থানায় মামলা দিয়ে আজ শুক্রবার দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

    যাদের আটক করা হয়েছে তাড়া হলেন- নাটোরের বাগাতিপারা উপজেলার রহিমানপুর গ্রামের মোঃ সুমন আহমেদ (৪০), একই জেলার গুরুদাসপুর উপজেলার সিধুলী গ্রামের সমিউল হারুন (২৭) ও রাজশাহীর তানোর উপজেলার মোহাম্মদপুর গ্রামের মোঃ আসমত আলী (৩৩)।

    তাদের ভাষ্যমতে, সুমন আহমেদ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও সামিউল হারুন স্নাতক (অনার্স) পড়ুয়া ছাত্র।

    এই ঘটনার প্রত্যক্ষদর্শী কলমাকান্দা উপজেলার ৭নং কৈলাটী ইউনিয়নের চেয়ারম্যান হাজী জয়নাল আবেদীন বলেন,  ওই তিনজন রংছাতির এক যুবককে আব্বাছনগর (নয়াপাড়া) এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে আসে সিধলী বাজারে ।

    আব্বাছনগর থেকে সিধলীর দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার হবে। মাঝে সোমেশ্বরী নদীর শাখা রয়েছে। নদী পাড় হয়ে সিধলীতে নিয়ে এসে সিএনজি অটোরিকশায় উঠানোর সময় ওই যুবকের চিৎকারে লোকজন জড়ো হয়। বিষয়টি সন্দেহজনক মনে হয়। তখন ডিবি পুলিশ পরিচয়ধারীদের কাছে পরিচয়পত্র দেখতে চাই । তখন তারা কোনো পরিচয়পত্র দেখাতে পারেনি । তখনই উপস্থিত লোকজন তাদের ওপর চড়াও হয়।

    ইউপি চেয়ারম্যান আরও বলেন, আমি পরিস্থিতি খারাপ হবে ভেবে পুলিশে খবর দেই। পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়। তবে রাজশাহী থেকে ওই তিনজনকে স্থানীয় কেউ ভাড়ায় এনে অপরাধমূলক কাজ করাতে চেয়েছে হয়ত । স্থানীয় কয়েকজন ছেলেকে ওই তিনজনের পক্ষ নিতেও দেখেছি। ঘটনার পেছনে বড় কিছু লুকিয়ে আছে। তদন্ত করলে সব বেরিয়ে আসবে।

    কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, ওই তিন যুবক আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে এলাকার কয়েকজনের কাছে চাঁদা দাবি করছিল। চাঁদার দাবিতে কয়েকজনকে মারধর করেছে। পরে খবর পেয়ে পুলিশ তাদের আটক করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

    Facebook Comments Box