বাংলাদেশ পুলিশ

কলমাকান্দায় ডিবি পরিচয়ে যুবককে তুলে নিয়ে যাওয়ার সময় আটক ৩

  MD KAYEAS AHMED ১৭ ফেব্রুয়ারি ২০২৩ , সময় : ৭:৩৬ মিনিট অনলাইন সংস্করণ

Featured Video Play Icon

কলমাকান্দা, নেত্রকোণাঃ  নেত্রকোণার কলমাকান্দায় ডিবি পুলিশ পরিচয়ে এক যুবককে তুলে নেওয়ার সময় তিন যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় চেয়ারম্যান সহ এলাকাবাসী।

গতকাল ১৬ই ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখে, সিধলী বাজার সিএনজি বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। পরে কলমাকান্দা থানায় মামলা দিয়ে আজ শুক্রবার দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

যাদের আটক করা হয়েছে তাড়া হলেন- নাটোরের বাগাতিপারা উপজেলার রহিমানপুর গ্রামের মোঃ সুমন আহমেদ (৪০), একই জেলার গুরুদাসপুর উপজেলার সিধুলী গ্রামের সমিউল হারুন (২৭) ও রাজশাহীর তানোর উপজেলার মোহাম্মদপুর গ্রামের মোঃ আসমত আলী (৩৩)।

তাদের ভাষ্যমতে, সুমন আহমেদ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও সামিউল হারুন স্নাতক (অনার্স) পড়ুয়া ছাত্র।

এই ঘটনার প্রত্যক্ষদর্শী কলমাকান্দা উপজেলার ৭নং কৈলাটী ইউনিয়নের চেয়ারম্যান হাজী জয়নাল আবেদীন বলেন,  ওই তিনজন রংছাতির এক যুবককে আব্বাছনগর (নয়াপাড়া) এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে আসে সিধলী বাজারে ।

আব্বাছনগর থেকে সিধলীর দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার হবে। মাঝে সোমেশ্বরী নদীর শাখা রয়েছে। নদী পাড় হয়ে সিধলীতে নিয়ে এসে সিএনজি অটোরিকশায় উঠানোর সময় ওই যুবকের চিৎকারে লোকজন জড়ো হয়। বিষয়টি সন্দেহজনক মনে হয়। তখন ডিবি পুলিশ পরিচয়ধারীদের কাছে পরিচয়পত্র দেখতে চাই । তখন তারা কোনো পরিচয়পত্র দেখাতে পারেনি । তখনই উপস্থিত লোকজন তাদের ওপর চড়াও হয়।

ইউপি চেয়ারম্যান আরও বলেন, আমি পরিস্থিতি খারাপ হবে ভেবে পুলিশে খবর দেই। পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়। তবে রাজশাহী থেকে ওই তিনজনকে স্থানীয় কেউ ভাড়ায় এনে অপরাধমূলক কাজ করাতে চেয়েছে হয়ত । স্থানীয় কয়েকজন ছেলেকে ওই তিনজনের পক্ষ নিতেও দেখেছি। ঘটনার পেছনে বড় কিছু লুকিয়ে আছে। তদন্ত করলে সব বেরিয়ে আসবে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, ওই তিন যুবক আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে এলাকার কয়েকজনের কাছে চাঁদা দাবি করছিল। চাঁদার দাবিতে কয়েকজনকে মারধর করেছে। পরে খবর পেয়ে পুলিশ তাদের আটক করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

আরও খবর:

Sponsered content